শিরোনাম
বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অন্যান্য ভাতাভোগীদের জন্য সতর্ক বার্তা
বিস্তারিত
বাড়বকুণ্ড ইউনিয়নের সম্মানিত বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা, প্রতিবন্ধী ভাতাভোগী সহ সকল ভাতাভোগীগণ:
- নগদ একাউন্টের PIN উপকারভোগীর একান্তই ব্যক্তিগত বিষয়। কোন ক্রমেই PIN অন্য কারো নিকট শেয়ার করা যাবে না। সমাজসেবা অফিসে কিংবা কোনো ক্ষেত্রেই দাপ্তরিক কাজে "PIN/OTP প্রয়োজন হয় না। কাজেই কোন প্রতারক চক্র ফোন করে "সমাজসেবা অফিস/নগদ কাস্টমার কেয়ার সার্ভিস থেকে বলছি" মর্মে কিংবা সরাসরি "PIN/OTP" চাইলে সেটি কোন ক্রমেই দিবেন না, দিলে আপনার টাকা প্রতারক চক্র তুলে নিয়ে যেতে পারে।
- সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতার অর্থ প্রদানে কোন এজেন্ট পয়েন্টে অতিরিক্ত ফিস- আদায় কিংবা কোন প্রকার হয়রানির স্বীকার হলে, উপজেলা পরিষদের চেয়ারম্যান/উপজেলা নির্বাহী অফিসার/ উপজেলা সমাজসেবা অফিসার/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
- আপনি আপনার আশ-পাশের ভাতাভোগীদের কে তথ্যটি শেয়ার করুন। আপনার তথ্যের কারনে একজন ভাতাভোগী প্রতারণা হতে রক্ষা পেতে পারে। তাই নিজে সতর্ক হউন, অপরকে সতর্ক করুন।
ধন্যবাদ
★ভালো থাকুন★সতর্ক থাকুন★
৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ
সীতাকুণ্ড, চট্টগ্রাম।