* এক নজরে বাড়বকুণ্ড ইউনিয়নঃ
প্রাকৃতিক সূন্দর্যের লীলাভূমি সীতাকুন্ড উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো বাড়বকুণ্ড ইউনিয়ন। কাল পরিক্রমায় বাড়বকুণ্ড ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় শিক্ষা, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জল।
সীতাকুণ্ড থেকে তিন মাইল দক্ষিণে এবং সেখান থেকে এক মাইল পূর্বে পর্বতের উপর বাড়বকুণ্ড মন্দির রয়েছে। এই মন্দিরটি দ্বিতল। মন্দিরের নিম্নতলে একটি কুণ্ড রয়েছে। এই কুণ্ডটি বাড়বকুণ্ড নামে খ্যাত। হিন্দু ধর্মাবলম্বীদের মতে বাড়বকুণ্ডে স্নান ও তর্পন করলে গঙ্গা স্নানের ফল হয়। একসময় প্রচুর লোক বাড়বতীর্থে আসত পূজা অর্চনা এবং বাড়বকুণ্ডে স্নান করার জন্য। সেই থেকে এই এলাকার নাম লোকমুখে 'বাড়বকুণ্ড' নামে খ্যাতি লাভ করে ।
১. ইউনিয়নের নাম- ০৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন ।
২. আয়তনঃ- বাড়বকুণ্ড ইউনিয়নের আয়তন ৭০৩৭ একর (২৮.৪৮ বর্গ কিলোমিটার)।
৩. লোক সংখ্যাঃ- ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাড়বকুণ্ড ইউনিয়নের লোকসংখ্যা ৩২,০০৭ জন।
পুরুষ ১৭,০৭১ জন এবং মহিলা ১৪,৯৩৬ জন।
বর্তমান জনসংখ্যা প্রায় ৬২,৫০০ জন।
৪. গ্রামের সংখ্যাঃ- ০৯ টি ।
ওয়ার্ড নং | গ্রামের নাম | পাড়া সমূহ |
১নং ওয়ার্ড | হাতীলোটা | আলী চৌধুরী পাড়া, এস.কে.এম |
২নং ওয়ার্ড | উত্তর মাহমুদাবাদ | ভায়ের খীল |
৩নং ওয়ার্ড | মান্দারীটোলা | দাঁড়ালিয়া পাড়া |
৪নং ওয়ার্ড | মধ্যম মাহমুদাবাদ | দিঘীর নামা, রঙ্গী পাড়া, অনন্তপুর,বাজার তলী |
৫নং ওয়ার্ড | অলিনগর | পলিয়া পাড়া, ভৌমিক পাড়া, নাথ পাড়া |
৬নং ওয়ার্ড | মধ্যম মাহমুদাবাদ | মিয়াজী পাড়া, বাহারিয়া পাড়া, জেলে পাড়া |
৭নং ওয়ার্ড | দক্ষিণ মাহমুদাবাদ | নতুন পাড়া, হাশেম নগর |
৮নং ওয়ার্ড | দক্ষিণ মাহমুদাবাদ | চৌধুরী পাড়া, জুদার পাড়া, ভুলাই পাড়া, উত্তর নডালিয়া |
৯নং ওয়ার্ড | নড়ালিয়া | চাড়ালকান্দি, দক্ষিণ নডালিয়া |
৫. মৌজার সংখ্যাঃ- ০৭ টি।
১। কাটগড়
২। জঙ্গল কাটগড়
৩। কৃষ্ণপুর।
৪। নয়াখালী।
৫। মান্দারীটোলা।
৬। নডালিয়া।
৭। মক্ষমনগর।
১. অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
২. কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩. ডিডিটি কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪. নড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫. বাড়বকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
৬. মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. মান্দারীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. হাট বাজার এর সংখ্যাঃ- ০২ টি ।
১। বাড়বকুণ্ড বাজার
২। শুকলাল হাট বাজার
৮. উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যমঃ- বাড়বকুণ্ড ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বাস, সিএন,জি অটোরিকশা সব ধরনের যানবাহনের মাধ্যমে যোগাযোগ করা যায় ।
৯. শিক্ষার হারঃ- ৬৫% (২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী)।
১০. বেসরকারী রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ঃ- ০২ টি।
১১. দায়িত্বরত চেয়ারম্যানঃ- জনাব ছাদাকাত উল্যাহ মিয়াজী
১২. ঐতিহাসিক/দর্শনীয় স্থানঃ-
১। বাড়বকুণ্ড অগ্নিকুণ্ড ।
২। বাড়বকুণ্ড ঝর্ণা।
৩। বাড়বকুণ্ড সমুদ্র সৈকত।
১৩. ইউনিয়ন পরিষদ স্থাপন কালঃ-
১। পুরাতন ভবনঃ- ১৯৭১ ইং সাল।
২। নতুন ভবনঃ-৩০/১১/২০০৫ ইং সাল।
১৪. নব গঠিত পরিষদের বিবরণঃ- ১। শপথ গ্রহনের তারিখঃ- ২৮/১২/২০২১ ইং। (চেয়ারম্যান)
১। শপথ গ্রহনের তারিখঃ- ৩০/১২/২০২১ ইং। (ইউ.পি সদস্য/সদস্যা)
১৫. বাড়বকুণ্ড ইউনিয়নের মসজিদ ও ইদগাহের সংখ্যাঃ- ৪৬ টি ।
ক্রম: | মসজিদের নাম | ওয়ার্ড নং | ইমামের নাম |
1 | হাতিলোটা জামে মসজিদ | 1 | নাছির উদ্দীন |
2 | ছমিজি পাড়া চরাকুল জামে মসজিদ | 1 | ক্বারী আনোয়ার হোসেন |
3 | আলী চৌধুরী পাড়া জামে মসজিদ | 1 | নাছির উদ্দীন |
4 | ইয়াছিন নগর জামে মসজিদ | 1 | সাহাব উদ্দীন |
5 | প্রগতি ইন্ডা: জামে মসজিদ | 1 | মো: জামাল উল্যাহ |
6 | এস.কে.এম জামে মসজিদ | 1 | মাওলানা কাজী নুরুল মোস্তফা কামাল |
7 | উত্তর মাহমুদাবাদ জামে মসজিদ | 2 | মাওলানা মুসলিম উদ্দীন |
8 | উত্তর মাহমুদাবাদ বায়তুন নূর জামে মসজিদ | 2 | মাওলানা মো: লোকমান কাদেরী |
9 | খুশীর বাড়ী জামে মসজিদ | 2 | মাওলানা মো: মামুনুর রশিদ |
10 | আল মাদানী জামে মসজিদ | 2 | মাওলানা মো: আব্দুল হামিদ |
11 | বায়তুল আমান জামে মসজিদ | 2 | মাওলানা মো: শিহাব উদ্দিন |
12 | ভায়েরখীল আততাকওয়া জামে মসজিদ | 2 | মাওলানা মো: কামরুল হাসান |
13 | বায়তুল সালাম জামে মসজিদ | 3 | মো: শাহিন |
14 | বায়তুল আমান জামে মসজিদ | 3 | নজরুল ইসলাম |
15 | মাওলানা ওবাইদুল হক জামে মসজিদ | 3 | আবুল কালাম |
16 | আব্বাস গোমস্তা জামে মসজিদ | 3 | শহিদ উল্যাহ |
17 | নুর মোহাম্মদ সুফি জামে মসজিদ | 3 | মাহবুল আলম |
18 | সামছুল হক জামে মসজিদ | 3 | মো: ইমরান |
19 | উত্তর দাঁড়ালিয়া পাড়া জামে মসজিদ | 3 | নুরুন্নবী |
20 | রঙ্গী পাড়া জামে মসজিদ | 4 | মো: আলী আসগর |
21 | সেরাং বাড়ী জামে মসজিদ | 4 | মো: আবুল বশর নিজামী |
22 | বায়তুল ফালাহ জামে মসজিদ | 4 | মাওলানা মো: আবুল খায়ের |
23 | বাড়বকুণ্ড কেন্দ্রীয় জামে মসজিদ | 4 | মোহাম্মদ জসিম উদ্দীন রাহাত |
24 | বায়তুল কুদ্দুস জামে মসজিদ | 4 | মো: আবু তাহের |
25 | অলিনগর পলৈয়া পাড়া জামে মসজিদ | 5 | মাওলানা মো: নাঈম হোসাইন |
26 | অলিনগর বায়তুন নুর জামে মসজিদ | 5 | মো: মোশারফ হোসাইন |
27 | বাহারিয়া পাড়া জামে মসজিদ | 6 | হাফেজ মো: রেজাউল করিম |
28 | তাহেরিয়া পাড়া বায়তুস সালাম জামে মসজিদ | 6 | - |
29 | মিয়াজী পাড়া জামে মসজিদ | 6 | ইকবাল হোসাইন |
30 | হাজী আস্কর আলী ভূঞা মসজিদ | 7 | মো: খুরশিদ আলম |
31 | আনোয়ারা গেইট সুতার হাট মসজিদ | 7 | মো: হালিম |
32 | বায়তুল হাকিম জামে মসজিদ | 7 | নুর হোসেন |
33 | নুরমার দিঘির পাড় জামে মসজিদ | 7 | মো: ইদ্রিস |
34 | বাইতুর রহমান মসজিদ | 7 | হাফেজ মো: পারভেজ |
35 | জুদার পাড়া জামে মসজিদ | 8 | মো: জামাল হোসাইন |
36 | আলাউদ্দীন চৌধুরী বাড়ী জামে মসজিদ | 8 | মো: মনিরুল ইসলাম |
37 | ভুলাই পাড়া আব্দুল আলী মুহুরী জামে মসজিদ | 8 | মো: মোজাম্মেল হোসেন |
38 | চৌধুরী পাড়া জামে মসজিদ | 8 | মাওলানা মো: কাওছার হামিদ |
39 | চৌধুরী পাড়া বায়তুস সালাম জামে মসজিদ | 8 | মো: ওবায়দুল্লাহ |
40 | বায়তুন নুর কাজি জামে মসজিদ | 9 | মোহাম্মদ বেলাল উদ্দীন |
41 | মালুম ভূইয়া জামে মসজিদ | 9 | মো: নেয়ামত উল্লাহ |
42 | শেখ গাউছ কুতুব জামে মসজিদ | 9 | মো: নিজাম উদ্দীন |
43 | খোয়াজ মিয়াজী জামে মসজিদ | 9 | মোহাম্মদ হারেছ আহম্মদ ভূইয়া |
44 | মুরাদ খালাসী জামে মসজিদ | 9 | মো: জয়নাল আবেদীন |
45 | গফুর আহম্মদ ফকির জামে মসজিদ | 9 | হাফেজ আবু তালেব |
46 | হাজী আমান উল্যাহ জামে মসজিদ | 9 | হাফেজ মো: ইব্রাহিম |
১৬. বাড়বকুণ্ড ইউনিয়নের মন্দিরঃ- ০৮ টি ।
১। শ্রী শ্রী রক্ষা কালী বাড়ী মন্দির সাহা পাড়া।
২। শ্রী শ্রী জ্বালামুখী কালী মন্দির ।
৩। পাল বাড়ী মন্দির ।
৪। জেলে বাড়ী মন্দির
৫। শ্যামরায় মহাপ্রভু দূর্গা মন্ডব
৬। মোহন্ত বাড়ী দূর্গা মন্দির
৭। শ্রী শ্রী লোকনাথ মন্দির ।
৮। ভৌমিক পাড়া মাতৃমন্দির
১৭. বাড়বকুণ্ড ইউনিয়নের মাজারঃ- ০৬ টি ।
১৮. বাড়বকুণ্ড ইউনিয়নের ক্লাবঃ- ০৭ টি ।
১৯. এনজিওঃ-
১। কোডেক, ২। ব্রাক, ৩। গ্রামীন, ৪। আশা
২০. ইউনিয়ন পরিষদ জনবল–
১) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান – ১ জন।
২) ইউনিয়ন পরিষদ সদস্য – ১২ জন।
৩) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৪) ইউনিয়ন পরিষদ উদ্যেক্তা- ২ জন।
৫) আদালত সহকারী - ১ জন।
৬) গ্রাম পুলিশ দফাদার- ১ জন।
৭) গ্রাম পুলিশ মহল্লাদার- ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস