Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাড়বকুণ্ড ইউনিয়নের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম 💐 জনসাধারণের জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়া এখন অনেক সহজসাধ্য হবে। প্রত্যাশা যে, প্রয়োজনীয় তথ্য থেকে সংশ্লিষ্ট সকলে পূর্ণাঙ্গ সুবিধা পাবেন ও উপকৃত হবেন। ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদ।

  নগরিক অধিকার সুরক্ষণ করতে জন্মের ৪৫ দিনের মধ্যে আপনার শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করুন। আবেদনের জন্য ক্লিক করুন- https://bdris.gov.bd/br/application  এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন নিশ্চিত করুন। আবেদনের জন্য ক্লিক করুন- https://bdris.gov.bd/dr/application


শিরোনাম
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের ভাতাভোগী নির্বাচনের আবেদন চলমান
বিস্তারিত
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের ভাতাভোগী নির্বাচনের আবেদন চালু হয়েছে আবেদন করতে যা যা প্রয়োজন এবং শর্তাবলী থাকতে হবে।
০১. বয়স: ২০-৩৫ বছর
০২. গর্ভধারণক্রম: প্রথম ও দ্বিতীয় হতে হবে
০৩. জাতীয় পরিচয় পত্র: জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক থাকতে হবে
০৪. গর্ভধারণ সেবা কার্ড: Antenatal Care Card গর্ভধারন সেবা কার্ড থাকতে হবে

# আবেদন করতে যা যা প্রয়োজন হবে
১. আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র
২. স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর হতে প্রদত্ত এ. এন,সি কার্ড (গর্ভকালীন সেবা কার্ড)

উপরোক্ত শর্তে আপনি উপযুক্ত হলে প্রয়োজনীয় কাগজপত্র সহ
বাড়বকুণ্ড ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চলে আসুন।


বিস্তারিত জানার জন্য ক্লিক করুন- https://dwa.gov.bd/


আহবানে-
ছাদাকাত উল্যাহ মিয়াজী 
চেয়ারম্যান
৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ
বাড়বকুণ্ড, সীতাকুণ্ড, চট্টগ্রাম। 
প্রকাশের তারিখ
29/03/2023
আর্কাইভ তারিখ
01/03/2024