Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাড়বকুণ্ড ইউনিয়নের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম 💐 জনসাধারণের জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়া এখন অনেক সহজসাধ্য হবে। প্রত্যাশা যে, প্রয়োজনীয় তথ্য থেকে সংশ্লিষ্ট সকলে পূর্ণাঙ্গ সুবিধা পাবেন ও উপকৃত হবেন। ৫নং বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদ।

  নগরিক অধিকার সুরক্ষণ করতে জন্মের ৪৫ দিনের মধ্যে আপনার শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করুন। আবেদনের জন্য ক্লিক করুন- https://bdris.gov.bd/br/application  এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন নিশ্চিত করুন। আবেদনের জন্য ক্লিক করুন- https://bdris.gov.bd/dr/application


হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্র

কমিউনিটি ক্লিনিক হইতেছে স্বাস্থ্য বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প । এই প্রকল্পটির আওতায় সারাদেশে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করার পরিকল্পনা সরকারের আছে । তন্মধ্যে সরজমিনে সারা দেশে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে সীতাকুণ্ড উপজেলায় ২১ টি কমিউনিটি ক্লিনিক চালু আছে । কমিউনিটি ক্লিনিক কর্মরত কর্মচারীদের পদবী হইল কমিউনিটি হেলথ্ কেয়ার প্রেভাইডর (সিএইচসিপি) সীতাকুণ্ড উপজেলায় ২৪ জন সিএইচসিপি কর্মরত আছে । এই কমিউনিটি ক্লিনিক সকাল সকাল ০৯ টা হইতে বিকাল ০৩ টা পর্যন্ত খোলা থাকে । এই খানে ৩২ টি রকমের ঔষধ প্রদান করা হয় । ওয়ার্ড পর্যায়ে প্রতি ০৬ হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক করা হবে 

ক্রঃ

কমিউনিটিক্লিনিকেরনাম

অবস্থান

দায়িত্বরতকর্মকর্তারনাম

০১

নতুন পাড়া সরকারী স্বাস্থ্য কেন্দ্র

নতুন পাড়া,

০৭ নং ওয়ার্ড

                 ----------------------------------

০২

জুদার পাড়া কমিউনিটি ক্লিনিক

গ্রাম-জুদার পাড়া,

০৮নং ওয়ার্ড

                                   জামাল উদ্দিন,

                           মোবাঃ-০১৮১৯৮৪৬৩৩৩

০৩

শহীদ উল্লাহ কমিউনিটি ক্লিনিক

গ্রাম–উত্তর মাহমুদাবাদ,

০২ নং ওয়ার্ড

                    পারভীন আক্তার,

                  মোবাঃ-০১৮২২৯৬৬০৩৬