বাড়বকুণ্ড বাজার হতে ১ মাইল পূর্বে এর অবস্থান।
১. যেকোনো জায়গা থেকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে আসতে হবে। (ঢাকা থেকে বাসে আসলে একদম বাড়বকুন্ড বাজারেই নামতে পারবেন। ট্রেনে আসলে ভেঙ্গে ভেঙ্গে আসতে হবে বাড়বকুন্ড বাজারে)
২. বাড়বকুন্ড বাজার থেকে চট্টগ্রামের দিকে ঘুরলে, হাতের বাম দিকে একটা পাকা রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে ৪০/৫০মিনিট হাঁটলেই কালভৈরবী মন্দির। বাজারের কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে।
৩. যেতে দুই রকমের পথ পাবেন। একটা পাকা রাস্তা আর পাকা রাস্তা শেষে মাটির রাস্তা ৷ রিক্সাতে/সিএনজিতে পাকা রাস্তাটা যেতে পারবেন। কিন্তু মাটির রাস্তাটা হেটে যেতে হবে।
০১৯২১-৫৭০০০৫
সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী বাড়বকুণ্ড ইউনিয়নের অন্যতম দর্শনীয় স্থান হলো বাড়বকুণ্ড ঝর্ণা। বাড়বকুণ্ড অগ্নিকুণ্ডের কাছাকাছি এর অবস্থান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস